
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে রেনেসাঁ ক্যাডেট কোচিং সেন্টারের সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ নবেম্বর সকাল ১১ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য ফুলবাড়ী ডিগ্রী কলেজের আইসিটি ভবনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে মেধা যাচাই বাছাইয়ের লক্ষ্যে রেনেসাঁ ক্যাডেট কোচিং সেন্টার রংপুরের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কোচিং সেন্টারে প্রতিষ্ঠাতা ও পরিচালকগণ কুশল বিনিময় করেন।
উল্লেখ এ মেধা যাচাই পরীক্ষায় মোট ৫ জন ছাত্র/ছাত্রীকে নগদ অর্থ প্রদান করা হবে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বালারহাট কলেজ মিঠাপুকুর, ও প্রতিষ্ঠাতা রেনেসাঁ ক্যাডেট কোচিং রংপুর, আলহাজ্ব মনিরুজ্জামান বাটুল, ফুলবাড়ী প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ,সাংগঠনিক সম্পাদক রিয়াজুর ইসলাম রন্জু।
উপস্থিত ছিলেন, রেনেসাঁ ক্যাডেট কোচিং সেন্টার রংপুরের পরিচালক, শাহীন আলম,তারেক মীর,জাহাঙ্গীর চৌধুরী, সাজু মিয়া ও আব্দুস ছালাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.