
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংঘটন হামাসের যোদ্ধাদের খোঁজে গাজ়ার আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনার অভিযানের পর থেকে সেখানে রোগীমৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এই হাসপাতালটিই এখন লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
হামাসের খোঁজে হাসপাতালের কোণে কোণে তল্লাশি চালাচ্ছে ইসরাইলি সেনা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনা অভিযানে এই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হামাসের খোঁজে হাসপাতালটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অক্সিজেন এবং জ্বালানির সঙ্কটে চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। ফলে বিনা চিকিৎসায় বহু রোগীর মৃত্যু হচ্ছে। চিকিৎসার প্রাথমিক পরিষেবা থমকে যাওয়ায় তিন সদ্যোজাত-সহ ২৪ রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আশরাফ আল-কাদরা সংবাদমাধ্যমকে বলেন, “হাসপাতালে বিদ্যুৎ নেই। চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। গত ৪৮ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে চিকিৎসার অভাবে।”
টানা তিন দিন ধরে হাসপাতালে তল্লাশি অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনা। তাদের দাবি, এই হাসপাতালটিকেই ‘কমান্ড সেন্টার’ হিসাবে ব্যবহার করছে হামাস। ইসরাইলি সেনার তরফে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। হাসপাতালের নীচে থাকা একটি সুড়ঙ্গের সেই ভিডিয়ো প্রকাশ করে তারা দাবি করেছে, এখান থেকেই হামলা চালাচ্ছে হামাস। শুধু তাই-ই নয়, ওই সুড়ঙ্গ থেকে এক পণবন্দির দেহও উদ্ধার হয়েছে বলে দাবি ইসরাইলের।
লড়াই শুরুর কয়েক দিন পর গত ১৭ অক্টোবর গাজ়া শহরের আল-আহলি হাসপাতালে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইসরাইলের বিরুদ্ধে। যে হামলায় ৫০০ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বার গাজ়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল আল-শিফায় ঢুকে হামাসের বিরুদ্ধে লড়াই করছে ইসরাইলি সেনা। আর এই সামরিক অভিযানের জেরে হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ন্যূনতম চিকিৎসা পরিষেবার অভাবে মৃত্যু হচ্ছে বহু রোগীর।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.