ওমর ফারুক
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরঞ্জাম জব্দ।
১৯শে নভেম্বর দুপুর প্রায় ১২ ঘটিকায় সময় আজমিরীগঞ্জ বাজারেরন চর বাজার নামক স্থানে শুটকি মহাল সংলগ্ন সরকারি রাস্তার পাশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ৪০টি খুটি, ৫টি বাঁশের খুঁটি জব্দ করা হয়।
সহকারী কমিশনার জানান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চর বাজার রাস্তা সংলগ্ন ঢাল কতিপয় ব্যক্তি কর্তৃক অবৈধ দখলে নেয়ার জন্য স্থাপনা তৈরির কার্যক্রম পরিচালনা করে।
অপরাধের সাথে জড়িত ব্যক্তিগণ মোবাইল কোর্টের খবর পেয়ে পালিয়ে যান। এসময় আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

