ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:

বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতালের পূর্বে রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয় কে বা কারা।।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের সময় ট্রেনটিতে আগুন দেওয়া হয়।

আগুন লাগা অবস্থায় ট্রেনটি স্টেশনে দাঁড়ানো অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি।

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

আজ রোববার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল অব্যাহত আছে বিএনপির।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।