
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
১৮ নভেম্বর শনিবার রাত ৮ টার দিকে নলছিটি- বরিশাল সড়কের সারদল নামক স্থানে মাহিন্দ্র ও মটরসাইকেলের সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের বরিশাল শেবাচিমে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আহত মোটরসাইকেল আরোহীরা হলো মাহিন্দ্র ড্রাইভার বরিশালের গড়িয়ারপাড় এলাকার সুলতান হাওলাদারের ছেলে সফিক (২৬), ফেরিঘাট এলাকার সোবাহান হাওলাদারের বাক প্রতিবন্ধী ছেলে শামীম হোসেন (১১), শীতলপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) এবং সূর্যপাশার সুলতান হাওলাদারের ছেলে শাকিল (৩০)।
দপদপিয়া থেকে নলছিটির দিকে আসা মোটরসাইকেলের সাথে নলছিটি থেকে বরিশাল গামী বেপরোয়া গতির মাহিন্দ্রের সাথে
মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতক্ষদর্শীরা জানান।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান খবর পেয়ে হসপিটালে অফিসার পাঠিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.