
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
“শ্রম কখনো সস্তা নয়-শ্রমিক দয়ার পাত্র নয়”এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ নভেম্বর সকাল ৯ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রী কলেজে জাতীয় নির্বাচনের আদলে ফুলবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ পরিবেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে দুইটি প্যানেলে ৯ জন করে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
জয়নাল আবেদীন ছাতা প্রতিক ও আব্দুল মালেক লেচু চেয়ার প্রতিকে উপজেলায় মোট ৪৮৬ জন ভোটাকে নিয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করেন। যেখানে ভোটাররা উৎসাহ উদ্দীপনায় নিজ নিজ মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে জানান ভোটাররা।
সংশ্লিষ্ট নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইটিং অফিসার আব্দুর আউয়াল জানান, প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন জাতীয় নির্বাচনের মত অবাত সুষ্ঠু নির্বাচন হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যে ভোট কাস্ট হয়েছিল ৪৮৬ ভোটের মধ্যে ৪১৬ টি কাস্ট হয়েছিল। এতে আবুল মালেক লিচু চেয়ার মার্কায় সভাপতি ও মমিনুল ইসলাম তালা মার্কা নিয়ে মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.