
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল- কুফল, গুজব, মাদকের কুফল, জাতীয় জরুরী সেবা ৯৯৯ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) খড়িয়াপাড়া দাখিল মাদরাসার ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল।
এছাড়াও ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুলপুর থানা এলাকার রামভদ্রপুর ইউনিয়ন ও পয়ারী ইউনিয়নের ১৫ টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, এএসআই আলমগীর হোসেন, সহকারী বিট অফিসার সহ সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.