
নিউজ ডেস্ক:
সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। প্রক্রিয়া শুরু করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি। নির্বাচনী আস্থা এখনও আসেনি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মহাজোটে নয় এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
সরকারি দলের সঙ্গে বিএনপির সংলাপ বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, সরকারি দল ও বিএনপি কেউ সংলাপে আগ্রহী নয়; তবে এখনও আলোচনায় বসার সময় আছে।
চুন্নু বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাপা। দলের কোনো সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের। তিনি কার সঙ্গে কি আলাপ আলোচনা করেছেন সেটা ধরার মধ্যে না। এটাকে আমরা আমলে নিচ্ছি না।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের সৌজন্য সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির জিএম কাদেরপন্থিরা বলেন, রওশন এরশাদ দলের পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই।
এরই মধ্যে রওশনপন্থিরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। অন্যদিকে, জি এম কাদেরপন্থিরা নির্বাচনে যাওয়া নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও দুই মেরুতে জি এম কাদের ও রওশনপন্থিরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.