ওমর ফারুক

মো. শাহআলম, মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বাসিন্দা মো: জানু মিয়ার ক্রয়কৃত জমি ঐ এলাকার এক প্রভাবশালী সেলিম নামক ব্যক্তি জোরপূর্বক ভাবে দখল করে আছেন।জানু মিয়া তার জমিতে প্রবেশ করলে তাকে আক্রমণ করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে প্রভাবশালী সেলিম।

উল্লেখীত বিষয়ে জানু মিয়া বাদী হয়ে থানায় ও বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগী জানু মিয়া ১৯ নভেম্বর শনিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন,আমাকে যেকোনো সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেন।ঘটনাটি মাধবপুর থানা পুলিশ জানেন সব কিছু।

পরে জানা যায়,যে বিজ্ঞ আদালতে আদেশ করা আগ পর্যন্ত উভয় ব্যক্তি জমিতে প্রবেশ ও কোনো কিছু করতে পারবে না।