
আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (২১ নভেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায় গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ১৭ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যরাত গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে জাবালিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা আছেন বলে ধারণ করা হচ্ছে।
অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা শিশুদের উন্নত চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইনকিউবেটর অচল হয়ে পড়ায় কয়েকটি শিশু মারাও যায়।
এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে রাশিয়া, চীন, তুরস্কসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.