
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আকবর হোসেন পাগলা (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নীলফামারী শহরের বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।
মঙ্গলবার সকালে নীলফামারী গাছবাড়ী রেল ক্রসিং এর পার্শ্বে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে এ দুর্ঘটনাটি ঘটে ।নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয়রা জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে চলাচল করছিলেন। ইতোপূর্বে বড় বাজারে সাইকেল পার্সের ব্যবসা করতেন। পরিবার ও এলাকাবাসীর বক্তব্য তিনি মানসিকভাবে ভারসম্যহীন ছিলেন। ইতিপূর্বেও কয়েক বার ট্রেন দ্বারা আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের পরিদর্শক অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন নীলফামারী গাছবাড়ী স্টেশনের সামনে সকালে আকবর হোসেন নামে এক বৃদ্ধা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে
নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছেন। মৃত্যুর বিষয়ে তাহার পরিবারের কোন আপত্তি না থাকায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.