ওমর ফারুক
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“প্রতিদিন সঞ্চয় করি, সুখী সমৃদ্ধ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি মসজিদ সংলগ্ন মেসার্স হুমায়রা ট্রেডার্স এর আয়োজনে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেসার্স হুমাইরা ট্রেডার্স এর প্রো: হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংক, কুড়িগ্রাম শাখা এরিয়া ম্যানেজার জব্দুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ডাচবাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার সাখয়াত হোসেন।
বক্তব্য রাখেন, বেড়াকুটি বনিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মেসার্স বিদ্যুৎ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাস্টার এজেন্ট বিপ্লব কুমার রায়।
আরোও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি বাজার শাখার গ্রাহকগণ।
আলোচনা সভায় বক্তারা তাদের ডাচ্ বাংলা ব্যাংকের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। প্রতি হাজারে লেনদেন করতে দুই টাকা খরচ হয় এবং যেকোনো দিন যেকোনো মুহূর্তে এ লেনদেন করতে পারে বলে জানান তারা।

