
হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের নিরীহ সমসু মিয়াসহ গ্রাম বাসীর উদ্যোগে এবং মাধবপুর রিপোর্টার্স ক্লাবের সহযোগিতায় সোমবার (২০ নভেম্বর ২৩) সকালে আরিছপুর মৌজা তে ভুক্তভোগীদের জমির রেকর্ড পাওয়ার জন্য সংবাদ সম্মেলন আয়োজন করেন।
এবিষয়ে ভুক্তভোগী সমসু মিয়া জানান যে,আমি সহ আমাদের গ্রামের কয়েকশত নিরীহ মানুষ আমাদের প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্যেও আমরা আমাদের জমির রেকর্ড পাচ্ছি না।রেকর্ড এর জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলেও আমারা ঠিক মতো সরাসরি ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছি।
আরো জানা যায়,বেশ কয়েকজন একই বক্তব্য প্রেস করেন এবং সকলের দাবি তাদের জমির রেকর্ড পাওয়ার জন্য বিজ্ঞ আদালত ও ভূমি মন্ত্রণালয় এর নিকট আকুল আবেদন।
এবিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন আরিছপুর মৌজার এই নিরীহ মানুষ গুলো দীর্ঘ দিন যাবত তাদের সমস্যা নিয়ে ভুগছে আমি প্রশাসনের নিকট আকুল আবেদন তাদের ভূমির রেকর্ড পাওয়ার জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।
উল্লেখীত বিষয়ে স্হানীয় ইউ,পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন তারা আমার ইউনিয়নের স্হানীয় বাসিন্দা।আমি শুনে আসছি এই জমির মালিক তারাই এবং তারা যেন দ্রুত আইনগত ভাবে তাদের ভূমির রেকর্ড পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আদালত ও স্হানীয় প্রশাসনের নিকট।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.