
এস এম আব্দুল্লাহ সউদ,কালাই উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট কালাইয়ে আব্দুল আলিম হত্যা মামলার প্রধান আসামি রিজভী ও তার স্ত্রী জান্নাতিকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা ৭ টায় কালাই থানার ওসি ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত সোমবার মধ্যে রাতে ঘুমের ভিতরে ছেলে রিজভী কুড়াল দিয়ে আব্দুল আলিমের ঘারে কোপ মারলে গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয় ।
আজ সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই বাবলু ফকির বুধবার দুপুরে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে ঘাতক রিজভী ও জান্নাতিকে গ্রেপ্তার করে পুলিশ।
কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে হত্যা মামলার আসামি রিজভী ও জান্নাতিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.