ওমর ফারুক

শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী যুবলীগের উদ্যোগে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা।

গতকাল ২১ নভেম্বর রোজ মঙ্গলবার(বিকাল ৪ ঘটিকায়) চন্দ্রকোনা ইউনিয়ন যুবলীগ কর্তিক আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী সহ সর্ব স্তরের জনসাধারণের উপস্থিতিতে বিশাল সমাগম ঘটে। উক্ত আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল আহম্মেদ শিপুর সভাপতিত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন তার মাঝে উল্লেখযোগ্য ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, চন্দ্রকোনা ইউনিয়নের দুই দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী , বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান (গেন্দু), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হক আজিম ও প্রমুখ।

প্রত্যেক বক্তা কিভাবে নির্বাচনকে সাফল্য মন্ডিত করা যায সেই সম্পর্কে দিক নির্দেশনা দেয়। আলোচনা সভা শেষে সকল নেতাকর্মীর উপস্থিতিতে একটি মিছিল চন্দ্রকোনা বাজার পদক্ষিন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়।