ওমর ফারুক

মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:

পয়ঃনিস্কাশনের পাইপকে কেন্দ্র করে বড় ঝা’য়ের ঝাড়ুর আঘাতে ছোট ঝা’য়ের মৃত্যু হয়েছে।
বাড়ীর পিছনে ময়লার পাইপকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়ন এর আবদুল্লাহকান্দীর আদর্শ বাজার গ্রামের আমিন উদ্দিনের স্ত্রী মিনারা বেগমের সঙ্গে তর্কে জড়ায় মৃত নাজিমুদ্দিনের ছেলে মো. কবির হোসেন (৪০), আসাবুদ্দিনের স্ত্রী মোসা. হাসনারা বেগমসহ (৬৫) তার স্বজনরা।

একপর্যায়ে মারামারিতে রুপ নেয় ঘটনাটি। এতে প্রতিপক্ষের ঝাড়ুর আঘাতে আহত হয় মিনারা বেগম।মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থাকার পর মঙ্গলবার (২১ নভেম্বর) তিনি মারা যান।

এদিন রাতে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য স্বপন মিয়া এই ঘটনার সত্যতা স্বীকার করলেও তার বক্তব্যে ছিল ভিন্ন সুর।

ঘটনার প্রত্যক্ষদর্শী আসমা বেগম জানান, কথা কাটাকাটির একফাঁকে পিছন থেকে ঝাড়ু দিয়ে মাথায় আঘাত করে আসাবুদ্দিনের স্ত্রী মোসা. হাসনারা বেগম (৬৫)। এতে অবস্থা খারাপ হয়ে গেলে আমরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করাই। কিন্তু গত মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

আসাবুদ্দিনের স্ত্রী মোসা. হাসনারা বেগম ও কবির হোসেনের পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় ওই পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনা ধামাচাপা দিতে চাইলে এলাকার তরুণরা সাংবাদিক ও থানায় খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।