
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি (জেপি) থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই প্রথম উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক এমপি রুহুল আমিনের সমর্থকরা।
বুধবার ২২ নভেম্বর বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার নাহিদ হাসান খান এর নিকট থেকে জাতীয় পার্টির (জেপির) পক্ষ থেকে স্থানীয় মেম্বার ফিরোজ ও সমর্থকরা এ ফরম সংগ্রহে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্চন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, সোহেল রানা, আব্দুস সালাম মাষ্টার, এমদাদুল হক, (অব) আর্মি ফিরোজ কায়সারসহ সাংবাদিকবৃন্দ। #
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.