ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ৩৪ প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন ৪৫ আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানায় তার পরিবার।

মঙ্গলবার ২১ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার মো. ইউনুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মাদক কারবারে সঙ্গে জড়িত চিহ্নিত কিশোর গ‌্যাং সদস‌্যরা পূর্ব শত্রুতার জেরে শাহাদাত হোসেনের উপর হামলা চালায়।

এর আগে চিহ্নিত এ কিশোর গ‌্যাং সদস‌্যরা সোমবার ২০ নভেম্বর আবু তালেব নামে একজনের উপরও হামলা করেছিল।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরমেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, শাহাদাত হোসেন মাদক কারবারী ও কিশোর গ‌্যাংয়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। আমি এ হত‌্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে যথাযত শাস্তির দাবী জানাচ্ছি।

সাতকানিয়া থানার পরিদর্শক তদন্ত মো. আতাউল হক চৌধুরী জানান, সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রতিবেশী তারেক ও এলাহীর সঙ্গে আগে থেকে ভুক্তভোগীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ হলে শাহাদাত খুন হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।