
আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম রাজিব পুর উপজেলায় বুধবার ২২ নভেম্বর সকাল ১২ টায় রাজিব পুর উপজেলার উওর চর সাজাই আশ্রয় কেন্দ্র মাঠ থেকে ৬০ জন হতদরিদ্র গরীব মানুষের মাঝেকভারসহ কম্বল বিতরণ করেন ।
প্রত্যেকের হাতে কভারসহ একটি করে কম্বল তুলে দেন।আয়োজননে সহযোগিতায় ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নায়ন সমন্বয় ঢাকা। সেন্টার ফর সোস্যালল ডেভেল পমেন্ট কুড়িগ্রাম ( CSDK ) রৌমারী
রাজিবপুরের দুর্গম চর উত্তর চর সাজাই দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বক্তব্য রাখেনঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বন্দবেড় ইউনিয়ন ও সিএসডিকে পরিচালক আবু হানিফ, তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এবং আরও বক্তব্য রাখেন, সহকারি পরিচালক হারুন অর রশিদ (শাকিল), বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ৩নং বন্দবেড় ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক হামিদুর রহমান (হিরা), বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ৩ নং বন্দরেড় লইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক আয়নাল হক , সোহেল রানা, রিপন, সাগর সহ, আরো নেতৃবৃন্দ ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.