
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হারিয়ে যাচ্ছে কৃষক ও কৃষির আপনজন কৃষক বন্ধু সাদা বক। দ্রুত নগরায়ণের ফলে পরিবেশ বান্ধব এইসব পাখি আজ অনেকটাই বিলুপ্তির পথে। কৃষিতে মাএা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও আইন অমান্য করে মারা হচ্ছে এ সব কৃষি বান্ধব পাখি।
জলবায়ু পরিবর্তন ও পাখিদের আবাসিক স্থল বড় গাছ ও বন জঙ্গল ধংস করার ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে সেই সাদা বক। বিশেষ করে উঁচু গাছ আর বাঁশ ঝার এদের থাকার জায়গা। নানাবিধ কারনে বাঁশ ঝার আর উঁচু গাছগুলো আজ প্রায় নেই বলেই চলে।
এর ফলে নীরহারা এই সাদা বক আজ বিলুপ্ত প্রায়।এক সময় বিল ও জলাশয়ের ধারে দল বেধে নামত উড়ে বেড়াত এই দেশী সাদা- সাদা বক। কৃষকেরা লাঙ্গল দিয়ে জমি চাষ এবং ফসল কাটার সময় এসব পাখিরা দল বেধে এদিক ওদিক ঘুরত।পাখিরা বিভিন্ন পোকা মাকড় খেয়ে পেট ভরত।
জীব বৈচিত্র্যময় আদো মাখা এই পাখি এখন বিলুপ্তির পথে প্রায়।এমন পরিবেশের মধ্যে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যেত কৃষকেরা যখন ধানের বীজ বোপনের জন্য জমি প্রস্তুত করত তখন সময় দেখা যেত শত শত সাদা বক।
এ সময় দেখা যেত প্রায় শতাদিক বক উড়ে এসে জমির চারদিকে ঘুরে পোখা মাকড় খাচ্ছে। ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে আকাশে, কখনো আবার এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে উড়ে গিয়ে বসেছে। অপূর্ব এই দৃশ্য দেখে মুগ্ধ হত পথচারীরা। এই সাদা বক পরিবেশের অনেক উপকারে আসে।জমিতে চারা রোপনের সময় মাজড়া পোখা ও ফড়িং সহ বিভিন্ন ক্ষতি কারক পোখা খেয়ে থাকে।
এ ছাড়া ক্ষেতে পানি দেওয়ার পর যে সব পোখা মাকড় ভাসতে থাকে তা খেয়ে ও পরিস্কার করে। এতে ফসলের উপকার হয়।কিন্তু এখন এই সাদা বক আগের মতো আর দেখা যায় না। শিকারীদের ফাঁদে পড়ে বিলুপ্তির পথে এই সাদা বক।
এক সময় ঘুম ভাঙ্গত সাদা পাখিদের এই মধুর শব্দে। আজ কালের বিবর্তনে এই পাখিগুলো হারিয়ে যাচ্ছে। তবে আমাদের একটি সুন্দর পরিবেশের জন্য এই পাখিদের আবাসিক স্থলগুলো নিরাপদ রাখতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.