
নরসিংদীর ৩ শিবপুর, উপজেলার দুলাল পুর ইউনিয়ন এর দরগাবন্দ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলী ভূইয়ার স্ত্রী শিরিয়া বেগম তিনি আওয়ামী লীগের পদবীসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত সাধারন সম্পাদক, বাংলাদেশ মহিলা সমবায় সমিতি লিঃ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ মহিলা সমবায় সমিতি সহ সভাপতি, শিবপুর মহিলা আওয়ামী লীগ, সদস্য, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ, গরীব দুঃখী মানুষের প্রিয় মুখ,মহিলা সমবায়ী হিসেবে সরকার কতৃক পুরস্কারপ্রাপ্ত।
নরসিংদী-৩শিবপুর থেকে সংসদ নির্বাচনে নৌকাপ্রতিক পেতে মনোনয়ন ফরম জমা দিলেন। তিনি বলেন,নির্বাচনে মনোনয়ন পেলে জনগণের জন্য রাস্তা ঘাট-স্কুল, কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানসহ সকল ক্ষেত্রে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান, এছাড়া নারীদের নিয়ে তার বিশেষ পরিকল্পনা আছে তিনি শিবপুর বাসির কাছে দোয়া সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.