ওমর ফারুক

আরিফ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রেস রিলিজে আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

৫০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজিদ শাহ জালাল ইমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শরীফ হোসেন।

ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. আবদুল বাতেন চৌধুরী( সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ববি), ড.মাহফুজ আলম (সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ), রিফাত ফেরদৌস (সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান অর্থনীতির বিভাগ), মোঃ হাসিব (সহকারী অধ্যাপক, প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগ) এবং সাবেক সভাপতি সাইয়্যেদ মুসান্না রনি ও সাধারণ সম্পাদক মাহদি ইমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২১ নভেম্বর ২০২৩ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে, অনুষ্ঠানের সভাপতি ড.আবদুল বাতেন চৌধুরী নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

৫০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: শচীন শাহা( জিওলজি এন্ড মাইনিং, সেশন (২০১৯-২০),সহ-সভাপতি: মিরাজ আহমেদ (২০২০-২১)(সমাজবিজ্ঞান),রিংকু হোসাইন (২০২০-২১)(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ),মিনহাজ উদ্দিন (২০২০-২১)(ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মোঃ ইমরান হোসাইন (২০২০-২১)(মার্কেটিং),অজয় সাহা (২০২১-২২) (মার্কেটিং) , যুগ্ন সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবদুর রহিম (২০২০-২১)(একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ),শাহেদুল ইসলাম (২০২০-২১)(ফিন্যান্স এন্ড ব্যাংকিং),আসিফুর রহমান (২০২০-২১)(ম্যানেজমেন্ট স্টাডিজ),জাহিদুল আলম রাফি (২০২০-২১) (ফিন্যান্স এন্ড ব্যাংকিং),সাংগঠনিক সম্পাদক: আরমান আহমেদ (২০২০-২১) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম,অর্থ ও হিসাব সম্পাদক: রাশেদ রাব্বানী (২০২১-২২)(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং),প্রচার সম্পাদক মেহজাবীন নওরোজ প্রীতি (লোক প্রশাসন)(২০২১-২২),উপ-প্রচার:ইসরাত জাহান(মার্কেটিং)(২১-২২),উপ- প্রচার সম্পাদক:বৃষ্টি দেব নাথ(ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ)(২০২১-২২),দপ্তর সম্পাদক : রেদোয়ানুল বারী ( মার্কেটিং) (২০২১-২২),উপ দপ্তর সম্পাদক:মো: শিপন হোসেন ( ফিন্যান্স এন্ড ব্যাংকিং)(২০২১-২২),তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক:মনির হোসেন (অর্থনীতি) (২০২১-২২), ক্রিয়া সম্পাদক: এহসানুল হক দিহান( সমাজবিজ্ঞান) (২০২১-২২),আপ্যায়ন বিষয়ক সম্পাদক:মো: আরিফ ( ম্যানেজমেন্ট)(২০২১-২২),সাংস্কৃতিক সম্পাদক:মোশাররফ হোসেন শাওন( একাউন্টটিং)(২০২১-২২),ছাত্রী বিষয়ক সম্পাদক:সাজেদা সেজা ( অর্থনীতি)(২০২১-২২),উপ ছাত্রী বিষয়ক সম্পাদক: ফাহমিদা হক ( ম্যানেজমেন্ট স্টাডিজ)(২০২১-২২),উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক:জান্নাতুল ফজিলত (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)(২০২১-২২),ধর্ম বিষয়ক সম্পাদক:মো: নিহাল (ক্যামেস্টি)(২০২১-২২),সাহিত্য বিষয়ক সম্পাদক:মোঃ ইয়াছিন আরাফাত ( ফিন্যান্স ও ব্যাংকিং)(২০২১-২২),শিক্ষা বিষয়ক সম্পাদক:শেখ ফয়সাল ( মার্কেটিং)(২০২১-২২),সহ সম্পাদক:ফাহিম মাহমুদ ( লোক প্রসাশন)(২০২১-২২),ফাহাদ হোসেন( একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস) (২০২১-২২),মো: তানজিল ইসলাম ( ম্যানেজমেন্ট )(২০২১-২২),আরমান হোসেন ( অর্থনীতি)(২০২১-২২),সৈকত হোসেন ( মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান)(২০২১-২২), বাহার আলম (ইংরেজি বিভাগ (২০২১-২২),মো: আহসান উল্লাহ শুভ ( ফিন্যান্স এন্ড ব্যাংকিং)(২০২১-২২),কার্যকরী সদস্য :খন্দকার আনাস রাফি, (উদ্ভিদবিজ্ঞান )(২০২১-২২), প্রণয় চন্দ্র কর, (অর্থনীতি) (২০২২-২৩), নিজাম উদ্দিন রাফি, (মার্কেটিং (২০২২-২৩),নাঈমুর রহমান, (ম্যানেজমেন্ট স্টাডিজ)(২০২২-২৩)লিখন মহাজন (ইংরেজি)(২০২২-২৩), ইশতিয়াক আহম্মেদ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং )(২০২২-২৩),হায়দার মাহমুদ পাটোয়ারী, (ইংরেজি )(২০২২-২৩),হাবিব খান,
(পরিসংখ্যান)(২০২২-২৩), ফারজানা ইসলাম আনিকা (ফিন্যান্স এন্ড ব্যাংকিং(২০২২-২৩),মোহন হোসেন শুভ,, (অর্থনীতি)(২০২২-২৩),শাহিদুল ইসলাম,(ম্যানেজমেন্ট স্টাডিজ)(২০২২-২৩),জাহিদুল ইসলাম,(মার্কেটিং (২০২২-২৩), মোঃ সাকিব, (ম্যানেজমেন্ট স্টাডিজ)(২০২২-২৩)।

নবগঠিত কমিটির সভাপতি তানজিদ শাহ জালাল ইমন সাপ্তাহিক অগ্রযাত্রা কে বলেন ❝ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যান সমিতি প্রতিষ্ঠার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ❞।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন সাপ্তাহিক অগ্রযাত্রা কে জানান, ❝ দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। এই সমিতি সিনিয়রদের ত্যাগের ফসল ও ভালোবাসার পরিবার। পূর্বের ন্যায় আগামীতেও আমারা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবো এবং দক্ষিণবঙ্গে লক্ষ্মীপুর জেলাকে প্রতিনিধিত্ব করব।❞