ওমর ফারুক
হারুন শেখ, রামপাল প্রতিনিধি:
বাগেরহাট রামপালে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধানশিক্ষক মো: শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সভাপতি (সাংবাদিক) এইচ আমিনুল হক নান্টু।
বিশেষ অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের রামপাল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক (সাংবাদিক) জেনিভা প্রিয়ানা, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি পাল, প্রচার সম্পাদক কিশোর কুমার কুন্ডু, তন্ময় দেবনাথ, শেখ গোলাম সরোয়ার, কবির আকবর পিন্টু, তৌকির আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সনজয় বিশ্বাস, সেকেন্দার আলী, মো: রাসেল হাওলাদার, মো: জাহিদুর রহমান, শেখ মারুফবিল্লাহ জুয়েল, মাহিদুল ইসলাম মিলন, প্রতিভা মন্ডল প্রমুখ।
মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নকে প্রতিষ্ঠিত করতে ও অসহায় নির্যাতিত নিপিড়িত হয়রানির শিকার হওয়া মানুষদের কে সঠিক আইনি সহায়তা প্রদান করে সকলের পাশে থেকে কাজ করতে হবে বলে বক্তারা জানান।

