
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও ৬/৭জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে নিহত শাহাদাতের ছোট ভাই মো. খোরশেদ আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে ঘটনার দিন গ্রেপ্তারকৃত মো. বাহার উদ্দীন তারেককে ১নম্বর ও স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমানকে ২নম্বর আসামি করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.