
আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জে সেচ প্রকল্পের অনুমোদন নিয়ে দু গ্রুপের তৎপরতা দেখা যায়। এক গ্রুপ নির্ধারিত তারিখের মধ্যে জমা দিয়েছেন আবেদন।
অন্যদিকে আরেক গ্রুপ নির্ধারিত তারিখের পর আবেদন জমা দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ ও জমা দিয়েছে একপক্ষ।
গত ২৮ আগস্ট উপজেলার বিরাট শিবপাশা দ্বি উত্তোলন সেচ প্রকল্প অনুমোদনের জন্য আবেদন জমা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক সাক্ষরিত ৫১৩ নং স্বারকের বিজ্ঞপ্তিতে বলা হয় ৩ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়ার জন্য। জানা যায় নির্ধারিত তারিখের মধ্যে শুধুমাত্র একটি আবেদন জমা হয় যে আবেদনটি করেন শিবপাশা ইউনিয়নের সিকন্দর পুরের মোঃ আবু মিয়ার ছেলে, মোঃ লোবান মিয়া। তারপর তারিখ পেরিয়ে যাওয়ার পরও কেউ কেউ আবেদন জমা দিয়েছেন।
লোবান মিয়া জানান আমি নির্ধারিত তারিখের মধ্যে আবেদন জমা দিয়েছি কিন্তু নির্ধারিত তারিখের পর কেউ কেউ আবেদন জমা দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির করছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর আবেদন গ্রহণ না করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন জানিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন এই প্রকল্প নিয়ে একটা দ্বন্দ্ব আছে আমরা চেষ্টা করছি সেটা নিরসনের জন্য। এক প্রশ্নের জবাবে অফিসার বলেন বিএডিসির কমিটির সবাই বসে আমরা আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.