
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ছাত্রদের হাদীস-ফিকহশাস্ত্র বিষয়ক সবক দেন অত্র মাদরাসার গভর্ণিং বডির সভাপতি শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), রাহবারে বায়তুশ শরফ।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ (হাঃফি), উপাধ্যক্ষ জনাব মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস জনাব মাওলানা জসীমুদ্দীন, মুহাদ্দিস জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ, আরবী প্রভাষক জনাব মাওলানা ওসমান গণি সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আগত ছাত্রদের মাঝে বায়তুশ শরফের মুখপাত্র ম্যাগাজিন " মাসিক দ্বীন দুনিয়া " প্রদান করা হয় এবং রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) এর নির্দেশক্রমে নিয়মিত ছাত্রদের জন্যে মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক ছাত্রাবাসে বিশেষ সুবিধা প্রদানের ঘোষণা দেন উপাধ্যক্ষ মহোদয় এবং হোস্টেল সুপার, মুহাদ্দিস মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাঃফি)।
পরিশেষে বা'দ যোহর অধ্যক্ষ মহোদয় - এর মুনাজাতের মাধ্যমে কামিল ২য় পর্বের প্রথম সবকদান অনুষ্ঠান সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ছাত্ররা রাহবার হুজুরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় এবং গুরুত্বপূর্ণ নসীহা গ্রহণ করে। এসময় তিনি ছাত্রদের তাঁর লিখিত কিছু গ্রন্থাবলী হাদিয়া প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.