
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম,প্রতিনিধি:
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম ২ আসনে দলীয়ভাবে মোঃ জাফর আলীকে নৌকা প্রতীক দেওয়ায় আনন্দ মিছিল করেছেন সাবেক ছিটমহল ছাসিয়ারছড়া বাসী।
এরই লক্ষে সোমবার(২৭ নভেম্বর) বাদ মাগরিব সাবেক ছিটমহলের কালীরহাট বাজারে একটি মিছিল বের হয়ে দাসিয়ারছড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিরহাট কালিমন্দির চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক রাকিব রাতুল,ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন , দাশিয়ারছড়া বাসী উপজেলা আওয়ামী দাশিয়ারছড়া বাসী ও শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকির হোসেন,দাসিয়ারছড়া খন্দকার পাড়া মসজিদের ইমাম আলী আহাম্মদ আলীসহ আর অনেকে।
এ সময় বক্তারা জানান,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা, এ ধরনের একজন মানুষকে নৌকার প্রার্থী মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে দাসিয়ারছড়াসহ কুড়িগ্রাম ২ আসনের মানুষ ধন্যবাদ জানিয়েছেন।এছাড়াও আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.