ওমর ফারুক
বিজয় কর রতন,মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সোমবার, ২৭ নভেম্বর দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার বসু।
উল্লেখ্য আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ বর্তমানে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন।

