
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-৪ রৌমারী, চিলমারী ও রাজিবপুর নিয়ে এ আসন। ১৫ নভেম্বর সিইসির দ্বাদস সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় ফরম বিতরন ও জমা ৩০ নভেম্বর, যাছাই বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিস্পত্তি ৬-থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ২০২৪ সালের ৭ জানুয়ারীতে ভোট গ্রহন হওয়ার লক্ষে ২৬ নভেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষনায় এ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলেন সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটি বিপ্লব হাসান পলাশকে।
প্রাথর্ীতার জন্য ২৮ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার নাহিদ হাসান খান নিকট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রাথর্ী বিপ্লব হাসান পলাশ মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
এসময় সাথে ছিলেন, আব্দুল হাই সরকার সভাপতি উপজেলা আওয়ামী লীগ রাজিবপুর, রেজাউল ইসলাম মিনু সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ রৌমারী, অধ্যক্ষ ফজলুল হক মনি সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ রৌমারী, রফিকুল আলম শাহীন সহ-সভাপতি উপজেলা আওয়ামী রৌমারী, হুমায়ুন কবির ছক্কু সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ রাজিবপুর ও ইউপি চেয়ারম্যান কোদালকাটি ইউনিয়ন, রাজু আহমেদ খোকা যুগ্ন-সাধারণ সম্পাদক আওয়ামী লীগ রৌমারী, যুগ্ন-সাধারণ সম্পাদক আবিদ-শাহ-নেওয়াজ তুহিন উপজেলা আওয়ামী লীগ রৌমারী, সাখাওয়াত হোসেন সবুজ সভাপাত যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ রৌমারী, সাংগঠনিক সম্পাদক এসএমএ মতিন উপজেলা আওয়ামী লীগ রৌমারীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন। এ ফরম সংগ্রহে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্চন কর্মকর্তা এমদাদুল হকসহ সাংবাদিকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.