ওমর ফারুক

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

মানিনা মানবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ কুড়িগ্রাম ৪ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রাথমিক গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে না দেওয়ায় হাজার হাজার ক্ষিপ্ত জনতারা মিছিল করেন।

কুড়িগ্রাম রৌমারী উপজেলা মঙ্গলবার সকাল সকাল ১০টায়প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী এমপি জাকির হোসেনের বাড়ি থেকে নারী পরুষ সম্মিলত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে একই যায়গায় এসে শেষ হয়।

গণদিকে নারী পুরুষ সম্মিলিত গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন,উপজেলার নেতার্কমীরা মনোনয়নের দাবিতে খন্ড কন্ড মিছিল করেন।

এসময় বক্তব্যে রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ আবুল হাশেম মেম্বার, ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিয়ার রহমান,আব্দুর রাজ্জাক, মহিলা লীগ ছকিনা খাতুন,মমতাজ বেগম,খালেদা খাতুন, বলেন জাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব হাসান পলাশ নামে আমরা তাকে চিনি না।

এমনকি তার এলাকায় কোন পরিচিতি নেই, সে ঢাকায় জীবনযাপন করেন। তাকেই দেওয়া হয়েছে নৌকার মনোনয়ন,এটি আমরা মানিনা আসনটি হারাতে চাইনা।
তারা আরও বলেন প্রাথমিক গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি এই ৪ আসনটি উদ্ধার করে নির্বাচিত হয়ে এই অবহেলিত এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে।

আমাদের দাবী নৌকার মনোনয়ন জাকির হোসেন এমপিকে না দিলে এই আসনটি অন্যের হাতে চলে যাবে। যার ফলে এই আসনটি জাকির হোসেন এমপিকে দেওয়ার জোর দাবী জানিয়েছেন এই অঞ্চলের সাধারন মানুষ। সর্বশেষে মাননীয় প্রধান মন্ত্রী জনননেত্রী শেখ হাসির সুদৃষ্টি কামনা করছেন।