
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার - ১ আসনে (বড়লেখা - জুড়ি )জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আহমেদ রিয়াজ।
সোমবার (২৭ নভেম্বর ) বিকেলে রাজধানীর বনানী জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মৌলভীবাজার -১ আসনে আহমেদ রিয়াজ এর উপর আস্তা রাখলো জাতীয় পার্টি।
প্রসঙ্গত, আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.