
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় এক হত্যান্ডের প্রধান আসামীকে দীর্ঘ ২বছর পর গ্রেফতার হয়।গ্রেফতারকৃত আসামী শহিদুল্লাহ চৌধুরী ওই হত্যাকান্ডের প্রধান আসামী তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ছত্তার চৌধুরীর ছেলে।
আজ ২৮শে নভেম্বর মঙ্গলবার সাতকানিয়ার এই আলোচিত হত্যাকান্ডের বিষয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির ইন্সপেক্টর নুর আহমেদ।
জানাগেছে, সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নে ২০২২সালের ইউপি নির্বাচনে নৌকার প্রতীক না পেয়ে তখন বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছিল শহিদুল্লাহ চৌধুরী বর্তমান বাজালিয়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে।
সে সময় ইউপি নির্বাচনে ব্যাপক সংঘর্ষ হয় ফলে তাপস দত্তের পক্ষের আব্দুস শুক্কুর নামে এক সমর্থককে গুলি করে হত্যা করা হয়।ওই হত্যাকান্ডের এক নম্বর আসামী করা হয় তৎকালীন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগনেতা শহিদুল্লাহ চৌধুরীকে।
মামলায় অপরাপর আসামী গ্রেফতার হয়ে জেল খেটে কেউ কেউ জামিনে বের হলেও প্রধান আসামী শহিদুল্লাহ চৌধুরী ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ মঙ্গলবার ভোররাতে নগরীর খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সূত্র নিশ্চিত করেন। এদিকে ডিবির ওসি নুর আহমেদ আরো বলেন,গ্রেফতারের পর হত্যামামলার ওই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,তাকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী সাতকানিয়া থানায় হস্তান্তর করেন,কিন্তু উক্ত মামলা ডিবিতে তদান্তাধীন থাকায় ডিবি পুলিশ আবার সাতকানিয়া থানা থেকে নিয়ে গেল
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.