ওমর ফারুক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদগুলোর গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ ও চর অঞ্চলের একটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নদী পথে যাতায়াতের জন্য নৌযান সরবরাহ এবং দুইটি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত”
২৮ নভেম্বর নরসিংদী সদর উপজেলাধীন করিমপুর ইউনিয়নে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
একই স্থানে সদর উপজেলাধীন বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ করেন তিনি। এর পরে চর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নদী পথে যাতায়াতের জন্য সরবরাহকৃত দুইটি নৌযান ‘আলোকবর্তিকা’ ও ‘আলোকতরী’ এর শুভ উদ্বোধন করেন।
নৌযান উদ্বোধনের পর নৌযানযোগে আলোকবালী চরে উপস্থিত হয়ে শিক্ষক ও অভিভাবক সমাবেশে অংশ নেন তিনি। চরাঞ্চলে শিক্ষা বিস্তার ও শান্তি রক্ষায় গুরুত্বপুর্ণ নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান কাউছার প্রমুখ।

