
সোলায়মান,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাঙ্গাইল ও নাগরপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও দৈনিক সংগ্রাম নাগরপুর উপজেলা সংবাদদাতা ডা.এম.এ.মান্নান এ-র গর্বিত মাতা মনোয়ারা বেগমের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর)বাদ আসর ধরেশ্বরী হাসপাতালে ও বাদ মাগরিব কলেজ পাড়া জামে মসজিদে পৃথক এ দুটি জায়গায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়াও বিএমএসএস এ-র পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
এ সময় উপস্থিত টাংগাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.তোফাজ্জল হোসেন,টাংগাইল সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের সেক্রেটারী জেনারেল মো.আনোয়ার হোসাইন,আলীগড় সাংস্কৃতিক সংসদের সাবেক মহাপরিচালক মেহেদী হাসান মোমিন,তারুণ্য ২৪ এ-র স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মো.শামীম হোসাইন প্রমূখ।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়ে সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন আমার মা আগের চেয়ে অনেক ভাল আলহামদুলিল্লাহ।খুব দ্রুত যেন আমার মাতা রোগ থেকে চির মুক্তি পান এজন্য সকলের নিকট দোয়া চাই।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক ডা.এম.এ.মান্নানের মাতা দীর্ঘদিন যাবত ক্রনিক এবসেস,গলায় ইনফেকশন ও ডায়বেটিসসহ নানা রোগে ভুগতেছে। বর্তমানে টাংগাইলের ধরেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.