
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
নিজ নির্বাচনী এলাকায় দশ দিনের সফরে আসছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নৌকার কান্ডারী বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং চারবারের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।
পরিবেশন্ত্রীর সরকারি সফরসূচির অনুসারে,
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১:২০ টায় তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। পরে সড়কপথে ফেঞ্চুগঞ্জ-রাজনগর ও কুলাউড়া হয়ে তার নির্বাচনী এলাকায় আসবেন। পরিবেশমন্ত্রীকে বরণ করে নিতে দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। আগামী বুধবার (৬ ডিসেম্বর) সিলেট হয়ে ঢাকায় ফিরবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
উল্লেখ্য, রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। ষষ্ঠ বারের মতো মৌলভীবাজার-১ আসনের মনোনয়ন প্রাপ্তির খবরে বড়লেখা-জুড়ীর দুই উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল করেছেন।
মো. শাহাব উদ্দিন প্রথমে ১৯৯৬ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০১৮ পরপর তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে তিনি নির্বাচিত হন। সবমিলে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব পালন করছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.