ওমর ফারুক

শাওন আহমেদ সা’দ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:

আমার চেয়ে আমার দল আওয়ামীলীগ বড়,নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচন করব না। ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় মাধবদী সোনালী টাওয়ারে সংবাদ সম্মেলনে আলী হোসেন শিশির এ কথা জানান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদী সদর-১ আসনের হয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলী হোসেন শিশির (সিআইপি)।এ প্রত্যাশায় তিনি নরসিংদী দক্ষিণ অংশের সাধারণ মানুষের মনে নতুন স্বপ্ন বুনে ছিলেন। বিভিন্ন মিটিং মিছিলে তাঁর সমর্থনকারী ছিল চোখে পড়ার মতো।

কিন্তু দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন পাননি এতে হতাশ ছিল তাঁর সমর্থনকারীরা। দল থেকে মনোনয়ন না পাওয়ায় সমর্থনকারীরা ভেবেছিল তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন’

কিন্তু তিনি আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে,আমাদের পরিবার আওয়ামীলীগের পরিবার, আমরা কখনোই আওয়ামীলীগের সাথে বেঈমানী করিনি। এবং যতদিন বেঁচে আছি আওয়ামীলীগের সাথে বেঈমানী করব না,আমি মনোনয়ন চেয়েছি,আমার নির্বাচনী প্রচারণার সময় আমি সর্বদাই বলেছিলাম নেত্রী যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবেন আমরা তার পক্ষে ই নির্বাচন করব।

আমাদের বর্তমান সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবঃ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপি মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন, ইনশাআল্লাহ নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এবং সদ্য মনোনয়ন প্রাপ্ত ও বর্তমান এমপি নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে উদ্দেশ্য করে বলেন,নরসিংদী দক্ষিণ অংশ অবহেলিত, এবার যদি তিনি নির্বাচিত হন তাহলে দক্ষিণ অংশে যেন তাঁর দৃষ্টি থাকে।