ওমর ফারুক
মোঃ জিয়াউল হক (বারহাট্টা) নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্ঠা ও পুলিশবক্সে হামলার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আসমা গ্রামের মিয়া চাঁন শেখের ছেলে পলাশ শেখ (৩২), কামালপুর গ্রামের ইঞ্জিল খানের ছেলে মিলন (৩৫), গোপালপুরবাজরের সিদ্দিক মিয়া ছেলে আরমান (২২) ও তৌহিদ মোড়লের ছেলে ইয়াসিন (২৫)। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা উপজেলার কদম দেউলী রেল-ক্রসিং সংলগ্ন পুলিশ বক্সের পাশ থেকে গ্রেফতার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল, ২৯টি মশাল, ১লিটার পেট্রোল, ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে থানায় খবর আসে যে, বেশ কিছুসংখ্যক দুস্কৃতকারী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতা ও সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কদমদেউলী রেল-ক্রসিংয়ের কাছে ককটেল, পেট্রোল, মশাল, লাঠিসোটা ও পাথর নিয়ে জড়ো হয়েছে।
পরে বারহাট্টা থানার এস আই মো: সোহেল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য-সচিব আশীক আহমেদ কমল ও এটিএম আব্দুল বারি ড্যানিসহ ৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০জনসহ মোট ৯৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
ওসি খোকন কুমার সাহা বলেন, গ্রেফতারকৃতরাসহ অন্যান্যদের বিরুদ্ধে ১৯৭৪ সলের বিশেষ ক্ষমতা আইনসহ ১৯০৮ সনের বিস্ফোরক আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

