
শাহিনুর আক্তার, বেলাব(নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২০৪৮
(আনিস-রবিউল) বেলাব উপজেলা শাখার পক্ষ থেকে চর ছায়েট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলী স্যারকে চাকুরী থেকে অবসর গ্রহণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার চর ছায়েট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এবং নতুন দায়িত্ব প্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুমানা আক্তারকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১২০৪৮(আনিস-রবিউল) বেলাব উপজেলা শাখারআহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব
মোঃ বনি আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌসী আক্তার, যুগ্ম আহবায়কসাথী আক্তার, যুগ্ম আহবায়ক
সাহাব উদ্দিন কারা,যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল হক ভূইয়া প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.