
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) সংবাদদাত:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি সহ দুই জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগের পক্ষ হতে নৌকা প্রতীক দিয়ে তাকে এ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
এ আসনের ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা শেখ নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুল রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওহাব, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. আ. সাত্তার, বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি প্রমুখ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষে প্রার্থী উপ মন্ত্রী হাবিবুন নাহার সাংবাদিকদের বলেন, এই আসনে অতীতে সাধারণ জনগণ তাদের প্রত্যাশা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবারই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।
এজন্য আজীবন রামপাল মোংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ ও চিরঋণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূণরায় আমাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি এই জনপদের জনগণের জন্য জীবনমান উন্নয়নে নৌকার বিজয় এনে আওয়ামী লীগ সরকারকে পূনরায় ক্ষমতায় আনবো।
অপরদিকে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন বলেন, ডামি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন পত্র প্রত্যাহার করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.