
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-
হুমকির মুখে ব্রীজ,নদীর বেড়িবাঁধ.চাষাবাদের জমি,বাসিন্দাদের ঘরবাড়ি, ভয়ে মুখ খোলছে না সাধারণ মানুষ ।
আজমিরীগঞ্জে গত কয়েক মাস ধরে বালু-খেকো চক্র নীরব ছিল। কিন্তুু আবার ও বালু চক্রের তৎপরতা শুরু হয়েছে ।এবার স্থানীয় প্রভাব কাটিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের করছে প্রভাবশালী ইউপি চেয়ারম্যান।
১লা ডিসেম্বর রোজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কাটা নদী থেকে প্রশাসনের তোয়াক্কা না করে বালু উত্তোলন করে গ্রামের ভিতরের রাস্তার কাজে নামে অবৈধভাবে উচ্চ মূল্যে বালু বিক্রি করছে, শিবপাশা ইউনিয়নের বর্তমান প্রভাবশালী চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার।
এতে ক্ষতির ও হুমকির মুখে পড়েছে ব্রীজ,নদীর বেড়িবাঁধ. চাষাবাদের জমি, আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি। ভয়ে বাঁধা ও মুখ খোলছে না নিরিহ সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানায় প্রভাবশালী চেয়ারম্যান বালু উত্তোলন করছে বাঁধা দেবে কে।
আরও জানা যায় প্রশাসনের নিষেধ অমান্য করে দাপটে বালু উত্তোলন করে রমরমা বানিজ্য করছেন। অ-পরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে ফসলি জমি সহ মানুষের বসতবাড়ি।
আজমিরীগঞ্জ টু হবিগঞ্জ প্রধান আঞ্চলিক সড়কের পাশ ও ব্রীজ।
এ বিষয়ে নলিউর রহমানের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি জানান রাস্তার কাজে বালু উত্তোলন করতেছি। প্রশাসনিক অনুমোদনের জিজ্ঞেস করলে তিনি বলেন না কোন অনুমতি নেই প্রশাসন নিষেধ দিয়েছে। আগামী রবিবারে ডিসি স্যারের কাছে যাব।
আজমিরীগঞ্জ উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের মোবাইল ফোন আলাপ করলে তিনি জানান৷ আমি খোঁজ নিয়েছি তিনি রাস্তায় মাটি উত্তোলন করছে। আশেপাশে মাটি থাকলে নদী থেকে মাটি উত্তোলন করা যাবে না প্রশাসনের অনুমতির বিষয় জিজ্ঞেস করল তিনি বলেন না প্রশাসনিক কোন অনুমতি নেয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.