
শাহিনুর আক্তার,বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে চলো গড়ি বেলাব( সিজিবি) ফাউন্ডেশনের পক্ষ হতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টা বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৯টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি স্কুল থেকে অষ্টম ও নবম শ্রেণির ৩৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষায় বেলাব টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইয়েদুল আহমেদ খাঁন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন বেলাবো পাইলট মডার্ন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ এবং বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন চলো গড়ি বেলাব অনলাইন প্লাটফর্মের এডমিন প্যানেল পরিচালক তানভীর আহমেদ, আতিক খোকন, সোহরাব হোসেন,সাইফুল ইসলাম, আব্দুর রহমান বাংলা, মোঃ সানজিদুর ইসলাম রাজিব, রিফাত সহ প্রমূখ। উল্লেখ্য, চলো গড়ি বেলাব প্রতিষ্ঠার পর থেকে বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি,মেধাবৃত্তি,শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড জড়িত।
উক্ত কর্মকান্ডের ধারাবাহিকতায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আসছে। আয়োজক কমিটিবৃন্দ জানান,শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহিত করার জন্য আমাদের এ আয়োজন।
এডমিন প্যানেল প্রতিষ্ঠাতা তানভীর আহমেদ বলেন,আমাদের উক্ত সংগঠনটি সামাজিক সংগঠন, আগামীতে আরো ভালো কিছু দিতে পারবো বলে মনে করি।
অভিভাবকেরা জানান যে এই কার্যক্রম যেন সব সময় চলতে থাকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.