ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া থানার চৌকস সাহসী পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে
দুর্ধর্ষ অভিযানে দুই গরু চোরকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় চোরাইকৃত দুটি গরু চোর এবং একটি ম্যাজিক গাড়ি জব্দ করা হয়।

আটককৃত চোরেরা হল লোহাগাড়া উপজেলার সদরে উত্তর সওদাগর মৃত সাহাব মিয়ার পুত্র সোহেল ৩৫ এবং একই ইউনিয়নের বিল্লা পাড়া এলাকায় আহমদের কবিরের পুত্র নজরুল ইসলাম ৩৬।


থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি পানত্রিশা বাগান পাড়ার মৃত আবদু্ল আজিজের পুত্র রাশেদুল ইসলাম ২৩ এর দুটি গরু চোরেরা নিয়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত রাশেদ লোহাগাড়া থানা পুলিশ কে অবগত করলে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চুনতি পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন ওসি। অবশেষে গত ২ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে হারবাং পুলিশ ফাঁড়ির সহযোগীতায় হারবাং এলাকা থেকে দুই গরু চোর, চোরাইকৃত দুটি গরু এবং একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। গরু দুটি গাভির মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।


ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, চুনতি পানত্রিশা গ্রাম থেকে গরু চুরির বিষয়ে রাশেদ নামে এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় অভিযোগ করলে গরু উদ্ধারে মাঠে নামে পুলিশ।

শনিবার গভীর রাতে হারবাং পুলিশ ফাঁড়ির সহায়তায় দু গরু চোর, চোরাইকৃত দুটি গাভি গরু এবং একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান