
নুরুল কবির, সাতকানিয়া চট্টগ্রাম) প্রতিনিধি:
২ ডিসেম্বর শনিবার ঐতিহ্যবাহী চুনতি হযরত বড় ও ছোট মিয়াজী শাহ্ (রহঃ) মডেল হেফাজখানা ও একাডেমি'র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
হেফজখানা ও একাডেমির সভাপতি এবং চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি'র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চুনতির কৃতি সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
ছাত্রনেতা শেখ ছোটনের সন্চলনায় অনুষ্ঠিত মাহফিলে বাদে আসর সভাপতির আসন অলংকৃত করেন চুনতির আলোকিত মানুষ, প্রবীন শিক্ষাবিদ আমিন আহমদ খান জুনু মিয়া।
বাষিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরুল উলুম হযরত শাহ মাওলানা আল্লামা কুতুব উদ্দিন (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাওলানা ছালাহ উদ্দিন বেলাল ও প্রবীন রাজনীতিবিদ জান মোহাম্মদ সিকদার সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরামগণ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.