
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের দুই সতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান।
তিনি বলেন, এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.