
আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি :
আজ সোমবার,কেন্দ্র ঘোষিত ৯ম দফার ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী'র শেষ দিবসে-বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা'র উদ্যোগে অবরোধ কর্মসূচী'র সমর্থনে বেলকুচিতে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় অবরোধ কর্মসূচী'র সমর্থনে রাস্তায় ব্যাপক পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ সমর্থকেরা।
পরে একটি বিক্ষোভ মিছিল মূল সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্যদিয়ে শেষ হয় তাদের ৯ম কেন্দ্রীয় কর্মসূচি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.