ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে নানা ও নাতনি। তারা মোটরসাইকেলে ছিলেন।

সোমবার ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রবিউল আলম।

তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তারা সম্পর্কে নানা ও নাতনি। নাতনির বয়স ৪ বছর। তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।