ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ বড়লেখা উপজেলার শাখার আয়োজনে হাফেজে কুরআনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ( ৪ ডিসেম্বর) বেলা ২ ঘটিকার সময় স্থানীয় মিলনায়তনে বড়লেখা পশ্চিম শাখার মাদ্রাসা বিভাগের অর্থ সম্পাদক কামরান আহমদ এর সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল আবিদ এর কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল বাছিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ এর বড়লেখা উপজেলা পশ্চিম শাখার সভাপতি আকিফ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দগন

