
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাইবার বুলিং রোধে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় রামপাল থানার নারী ও শিশু ডেক্সের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সাইবার অপরাধ কি ও তা প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, মো. শাহনেওয়াজ, শিক্ষার্থী ফারিয়া ইসলাম ঋতু প্রমুখ। ওসি আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, সাইবার অপরাধ একটি মারাত্মক সামাজিক অপরাধ। এর থেকে সাবধান থাকতে হবে। সকল শিক্ষার্থীকে সচেতন হতে হবে। কেউ সাইবার অপরাধে ক্ষতিগ্রস্থ হলে সাথে সাথে শিক্ষকদের ও থানা পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে ৯৯৯ এ কল করে প্রতিকার চাইতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। সবাইকে সাবধানে থাকতে হবে এবং সচেতন হতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে বলে মত দেন ওই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.