
নিউজ ডেস্ক:
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় জোটের তিন নেতার সঙ্গে বৈঠক শেষে প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে।। তিনি জানান, জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আমরা আশাবাদী। জোটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।
এদিন বিকেলে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।
গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.