ওমর ফারুক

রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি:

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে ১৯ লক্ষ ৯৮ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সন্ধ্যায় জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর এলাকা থেকে জসিম রোমানকে (২৩) আটক করা হয়।
আটক হওয়া জসিম রোমান (২৩) উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজংয়ের ছেলে।

নেত্রকোনা বিজিবি সূত্রমতে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় জসিম রোমানকে (২৩) আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লক্ষ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বিজয়পুর সীমান্তের বিজিবি’র বিওপির নায়েক বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো আমাদের নিয়মিত টহলের সময় আটককৃত যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আটক হওয়া যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।